মোঃ কামাল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকি উপজেলার আঠার গাছিয়া যুব সমাজের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উৎসবমুখর পরিবেশে উত্তর আঠারোগাছিয়া গ্রামের খেলার মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, লেবুখালী ইউপি’র দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, লেবুখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য মুসা ফরাজি, সমাজ সেবক জলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সুমন শরীফ।
উত্তর আঠার গাছিয়া টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে লেবুখালী মানবকল্যান যুব সংগঠন বনাম কার্তিকপাশা ক্রীড়া ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে কার্তিকপাশা ক্রীড়া ক্লাবকে হারিয়ে লেবুখালী মানবকল্যান যুব সংগঠন চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী চ্যাম্পিয়ান দলের মাঝে প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি রঙিন এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল সেট প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে তুলে দেন।
দুমকিতে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Date: