মাদকের বিতর্কিত ডিডি শরীফকে মৌলভীবাজার থেকে বদলি

Date:

ইসমাইল মাহমুদ :মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের বিতর্কিত উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান শরীফকে অবশেষে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। গত বুধবার তাকে সাতক্ষীরায় বদলি করে অফিস আদেশ জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০২৩ সালের ১৪ নভেম্বর তিনি মৌলভীবাজারের উপপরিচালক হিসেবে যোগদান করেছিলেন।

মৌলভীবাজারে যোগদানের পরে থেকেই তার বিরুদ্ধে নানারকমের অনিয়মের অভিযোগ ওঠে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের করতেন। তিনি এ জেলায় যোগদানের পর থেকে অবৈধ কারবারিদের বিরুদ্ধে অভিযান কমতে থাকে। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে টাকা না দিয়ে সেবা নেবার অভিযোগ ওঠে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেলার ২৩ জন সরকারি দেশিয় মদের লাইসেন্সধারী দোকানের মালিকরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে মৌলভীবাজারের উপপরিচালক মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, লাইসেন্সসীদের কাছে মাসে ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবী করেন মিজানুর রহমান শরীফ। প্রতি মাসেই তাকে চাঁদা দিতে হতো। এ ছাড়াও গত ২৯ মে জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লাইসেন্সধারী দেশীয় মদের দোকান (পাট্টায়) পরিদর্শনে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ডিডি মিজানুর রহমান শরীফসহ ৫ জনকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বাগানবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সবশেষ ৪ নভেম্বর মামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর উপস্থিতিতে তার কার্যালয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়। তারপর তাকে সাতক্ষীরা জেলায় বদলী করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘নানা অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমানকে গত বুধবার সাতক্ষীরা জেলায় বদলি করে অফিস আদেশ জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ইসলাম ক্ষমতায় গেলে নারীরা মর্যাদা ও নিরাপত্তা পাবে- ডা. শফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান...

কুমিল্লা সদর দক্ষিণে ধর্মীয় র‍্যালি ও সম্প্রীতি সভা অনুষ্ষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই স্লোগানকে...

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ...