অনলাইন ডেস্ক// অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি বলেও দাবি তার।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চারবার ডিমের হাতবদল হয়। এখনও পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে।’
পোস্টের শেষে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী- স্ট্যাটাসে একটি প্রশ্ন রাখেন সমন্বয়ক হাসনাত।
রাজধানীর বিভিন্ন জায়গায় ফার্মের মুরগির প্রতি ডজন (বাদামি ও সাদা) ডিম ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে। যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সবজির বাজারেও আগুন। ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর।
এরই মধ্যে সরকার গতকাল মঙ্গলবার চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে। দেশের সাত প্রতিষ্ঠান চলতি বছরজুড়ে এই ডিম আমদানি করতে পারবে।