স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা: ফয়জুল করিম ময়ুন

Date:

ইসমাইল মাহমুদ :মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেছেন, ‘স্বৈরাচারমুক্ত হয়েছি, এখন নতুন করে দেশ গড়ার পালা। আগামী প্রজন্মকে মেধাবীদের দিয়ে দেশটাকে গড়তে হবে। সেজন্য মেধাবী মানুষ তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে ভালো এবং দক্ষ করে তুলতে হবে । শনিবার (৩০ নভেম্বর) বিকালে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি কর্তৃক আয়োজিত অল স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর মেগা ফাইনালের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম ময়ুন বলেন, ‘বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি, শুধু মেধাবী ডাক্তার আর ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না। মেধা দিয়ে দক্ষ ও পেশাদার খেলোয়াড় গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই সমাজে গড়ে তুলতে হবে। লেখাপড়া করে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হবে সেটা কোনো কথা নয়। যার যে বিষয়ে মেধা ভালো, তাকে সে বিষয়েই দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ জিয়া ক্ষমতায় থাকাকালে নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল; যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘আজ দীর্ঘ সাড়ে পনেরো বছর পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আমন্ত্রণে খেলা দেখতে আসলাম। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলোয়াড় কল্যাণ সমিতি ও ভৈরবগঞ্জ ফুটবল একাদশ টিমের মধ্যে। উভয় দল চমৎকার খেলা প্রদর্শন করেছে। অচিরেই এই মাঠে শহীদ জিয়ার ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যা হবে অত্যন্ত চমৎকার ও জাঁকজমকপূর্ণ। এ ব্যাপারে সকল পর্যায়ে যোগাযোগ চলছে। আমি দুই দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত দর্শকবৃন্দকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’
ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমেদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ রোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মৌলভীবাজার ডিএফএ’র সহসভাপতি রায়হান আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, মুহিতুর রহমান হেলাল, মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ওয়াসিম চৌধুরী সুমন, সাবেক ফুটবলার দিদারুল ইসলাম, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আবুল কালাম বেলাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনোয়ার রহমান, আহমেদ আলী জুবু, সাবেক ফুটবলার ইকবাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জামান আহমেদ ও সদস্য সচিব জাকারিয়া।
এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। পরে ট্রাইবেকারে স্বাগতিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ৫-৪ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত ওয়েন্ডি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইমানি, সেরা গোলকিপার নির্বাচিত হন তোফায়েল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সামুয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মানুষের ঢল

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের জুড়ীতে তানজানিয়া, মিশর, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্বারীদের...

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে...

সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে...

এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে: নাসের রহমান

ইসমাইল মাহমুদ:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক...