মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

Date:

ইসমাইল মাহমুদ: মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যাবহার করে মামলা বাণিজ্য, নিরপরাধ মানুষের উপর হামলা, আসামিদের ছাড়িয়ে নেয়ার তদবিরে জড়িত সমন্বয়ক নামধারী প্রতারকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা’র ব্যানারে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, এ শাহ্ মিছবাহ আহমদ, ময়নুল ইসলাম ইমদাদ, আব্রাহাম হামিদী প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী মামলা বাণিজ্যের সাথে জড়িত মীর নিজাম আহমদ ও শেখ সাব্বির আহমদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরীহ কোনো লোকজনকে যেন আটক বা হয়রানি করা না হয়।
উল্লেখ্য, অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের একাধিক কর্মীর (সমন্বয়ক দাবীদার) অডিও ভাইরাল হয়েছে। অডিওতে মামলা নিয়ে টাকা লেনদেনের কথা শুনা যায়। এসব অডিও ভাইরাল হবার পর মীর নিজাম আহমদ ও শেখ সাব্বির আহমদকে অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার। অব্যাহতির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্কষ থেকে বলা হয়েছে এ জেলায় আমাদের বর্তমানে কেনো কমিটি নেই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন কমিটি আনঅফিসিয়ালি প্রকাশিত হয়েছে। এখন অনেকেই নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন। আমাদের অনেক সমন্বয়ক বা কর্মী মামলা করেছেন। কিন্তু দেখা গেল, মামলাকে কেন্দ্র করে বাণিজ্য হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দুই কর্মীর মামলা বাণিজ্যের অডিও প্রকাশিত হয়েছে। তাই আমাদের পক্ষ থেকে সাংগঠনিক তদন্ত করার পর মামলা বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ নভেম্বর মৌলভীবাজারে ছাত্র আন্দোলনের দুই কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। যাদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের সক্রিয় কর্মী মীর নিজাম আহমদ ও শেখ সাব্বির আহমদ। আরেক কর্মী তানজিয়া শিশিরের বিরুদ্ধে অভিযোগ উঠায় সকল কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মেম্বার মীর শামীমের ছেলে মীর নিজাম আহমেদ বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর সদর মডেল থানায় ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ব্যক্তিগত শত্রæতার কারণে নিরপরাধ অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মীর নিজাম আহমেদের অর্থ আদায়ের অডিও ও ভিডিও দেখা যায়। এরপরই ব্যবস্থা নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কুমিল্লা সদর দক্ষিণে ধর্মীয় র‍্যালি ও সম্প্রীতি সভা অনুষ্ষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই স্লোগানকে...

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ...

এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!

ডেস্ক রিপোর্ট: আবারও ব্যবসা আক্রান্ত। চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা-অনিশ্চয়তা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম...