নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় সাত শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Date: