ইসমাইল মাহমুদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার সদস্যসচিব পদে দায়িত্ব পেলেন জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রিপন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত (সূত্র নম্বর-বিএনপি/সাধারণ/৭৭/৩২৮/২০২৪) জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একইসাথে পত্রে মৌলভীবাজার জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য আহবায়ক কমিটিতে নতুন করে আরো তিন জনকে সদস্য মনোনীত করে অন্তর্ভূক্ত করা হয়েছে। নতুর অন্তর্ভূক্ত সদস্যরা হলেন প্রবীন বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্রধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির নতুন সদস্যসচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, শ্রীমতি শ্যামলী সূত্রধর ও মুজিবুর রহমান মজনুকে ওই পত্রের অনুলিপি প্রদান করত: অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ৩২ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনকে। বাকি ৩১ জন কমিটির সদস্য মনোনীত হন। সে কমিটিকে সদস্যসচিব পদে কাউকে রাখা হয়নি। মঙ্গলবার ওই আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রিপনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।