নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কোতওয়ালী মডেল থানার শাসনগাছা রেলগেইট এলাকা থেকে রাসেল মিয়া নাম এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, কুমিল্লা সদর ক্যাম্পের দায়িত্ব্যে থাকা সেনাবাহিনী।
আটককৃত ব্যাক্তি হলো শাসন গাছা এলাকার খোকন মেম্বারের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে মোঃ রাসেল(২৫), রাসেলের স্থায়ী ঠিকানা তিতাস থানার মাহিনপুরে।
আটক করে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।
আটক রাসেলের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিন উদ্দিন।